ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে ঘরের পাশে একটি কাঠাল গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।
মৃত মো. সাইফুল ইসলাম (২২) দক্ষিণ বাশুরি গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে। তিনি বরিশালের বি.এম কলেজে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
সাইফুলের পরিবারের সদস্যরা জানান, ভোর রাতে গাছের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সাইফুল। পরে বাড়ির লোকজন সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজ করতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান,
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক