কাউখালীতে এক বাড়ির জন্য দেড় কোটি টাকার সেতু বরাদ্দ

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

 

পিরোজপুরের কাউখালীতে স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর থেকে বরাদ্দ প্রায় দেড় কোটি টাকার সেতু ব্যক্তি স্বার্থে একটি বাড়ির যাতায়াতের জন্য খালের ওপর নির্মাণ করা হয়েছে।

 

জানা যায়, উপজেলার কেউন্দিয়া-সাহাপুরা খালের ওপর আউয়াল মিয়ার বাড়ির সামনে ১ কোটি ৪৪ লাখ ৫৫ হাজার ৫৪১ টাকা ব্যয়ে ২০১৯-২০ অর্থবছরে এ কাজ বাস্তবায়নের কথা। করোনার কারণে ২০২০-২১ অর্থবছরে সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে।

 

কেউন্দিয়া-সাহাপুরা থেকে কাউখালী-ঝালকাঠি আরঅ্যান্ডএইচ সড়কে ০ মিটার চেইনেজে আউয়াল মিয়ার বাড়ির সামনে ১৮.৫০ মিটার লম্বা আরসিসি স্লাব সেতু নির্মাণ করা হচ্ছে। ঐসী এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইতোমধ্যেই সেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজ সম্পন্ন করেছেন।

 

অথচ উপজেলায় প্রায় ২০-২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে জরুরি ভিত্তিতে সেতু নির্মাণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যে লাঙ্গুলী মাদ্রাসার সামনের সেতু সুবিদপুর ঘোষবাড়ির সামনের সেতু, তালুকদার হাট ব্রিজ, শিয়ালকাঠী জোলাগাতী সরদারহাট বাজার-সংলগ্ন সেতু যার মধ্যে অন্যতম। অথচ গুরুত্বপূর্ণ এই সেতুগুলো নির্মাণ না করে ব্যক্তি স্বার্থে বাড়ির সামনে দেড় কোটি টাকার সেতু। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হলে বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমানসহ এলাকাবাসী সেতু নির্মাণ না করার জন্য ও সরকারি অর্থ অপচয় না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।

 

এদিকে সেতু নির্মাণ করায় এলাকার কৃষিপণ্যসহ ব্যবসা-বাণিজ্যের নৌ যোগাযোগের অন্যতম মাধ্যম সাহাপুরা খাল অচিরেই বন্ধ হয়ে যাবে বলে এলাকাবাসী জানান।

 

উপজেলা প্রকৌশলী মোস্তাক আহম্মেদ বলেন, এই স্টেশনে যোগদানের আগেই সেতুটির কাজ শুরু হয়েছে, যা এখনো চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ