পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান মিজানসহ দুইজনকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সোহেল রানার নেতৃত্বে শনিবার রাতে উপজেলার চিরাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশ তাদের হাতেনাতে ইয়াবাসহ আটক করেন।
আটককৃতরা হলেন- নিলতী গ্রামের মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ছেলে মিজানুর রহমান মিজান (৪০) ও তার সহযোগী একই গ্রামের গ্রাম পুলিশ নজরুল ইসলাম এর ছেলে রিয়াদ হাওলাদার (২৫)। তাদের কাছ থেকে ৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ওসি নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, মামলা নং ০৫। রবিবার সকালে আসামিদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।