পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে অটোরিক্সা চালককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
জানা যায় শুক্রবার রাতে শিয়ালকাঠী ইউনিয়নের শংকরপুর গ্রামে আব্দুর রশিদ খানের ছেলে অটোচালক আলী আজম পাঙ্গাসিয়া বাজার থেকে শংকরপুর বাজারে আসার পথে রাস্তার পাশে ওত পেতেথাকা একই বাড়ীর প্রতিপক্ষরা তাকে গাড়ী থামিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আলী আজম জানান কাউখালী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।