ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বান্দাঘাটা বাজারে দুইজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, রফিকুল ইসলাম ও তার স্ত্রী রেশমা বেগম।
জানা গেছে, উপজেলার বান্দাঘাটা বাজারে মুনসুর আলীর হাওলাদারের ছেলে জালালের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই সূত্রে ওইদিনে সন্ধ্যায় জালাল হামলা চালায়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করান।আমুয়া হাসপাতলের আবাসিক মেডিকেল আফিসার ডাঃ উচ্ছাস হাবিব বলেন, রোগির মাথায় আঘাত রয়েছে।
কাঠালিয়া থানার আফিসার ইনচার্জ (ওসি) মো: মুরাদ আলী বলেন, এখনো অভিযোগ পাইনি। লিখিত আভিযোগ পেলে আইনি ব্যবস্থা নিব।