ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২
ঝালকাঠী প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার শিক্ষক সুজন ঘরামি হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা।
মঙ্গলবার দুপুর ১২ টায়, কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে কাঠালিয়া কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুজন ঘরামির হত্যার আসামিদের গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতির দু’গ্রুপের শিক্ষকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এতে নেতৃত্ব দেন শিক্ষক সমিতির সভাপতি এস এম আমিরুল ইসলাম, সম্পাদক জলিলুর রহমান আকন,অন্য গ্রুপের সভাপতি সুশীল মিস্ত্রি, সম্পাদক তারিকুজ্জামান, সহ কাঠালিয়া উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, শিক্ষক সুজন ঘরামি হত্যায় সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার না করলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে মৃত্যু সুজন ঘরামির বাবা আঃ মালেক ঘরামি বলেন, আমার ছেলের হত্যাকারীর ২ নং আসামী সন্ত্রাসী ছগীর ডাকাতের সন্ত্রাসী কান্ডের ভয়ে, পুলিশ হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে ভয় পায়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক