পটুয়াখালী

কলাপাড়ায় ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেণু জব্দ

By admin

May 29, 2021

 

কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ টি ড্রাম ভর্তি ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেণু জব্দ করেছেন নিজামপুর কোষ্টাগার্ড সদস্যরা। এসময় একটি পিকআপ জব্দ করা হয়। শনিবার চাকামইয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়।

 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং’র উপস্থিতিতে এসব রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া পিকআপ চালক সোহেলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়েছে। চিংড়ি রেণু বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।