ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় ১৬ মন জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কুয়াকাটা নৌ-পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীপুর মৎস্য মার্কেট থেকে এ জাটকা ইলিশ জব্দ করে। তবে এসময় কেউকে আটক করতে পারেনি। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
এসময় কলাপাড়া উপজেলা ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা ফারাজুল ইসলাম মহাসিন, কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন মোল্লা ও এ এস আই কামরুল ইসলাম।
কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা জানান, এসব জাটকা ইলিশ দেশের বিভিন্ন এলাকায় পাচারকালে জব্দ করা হয়। নৌ-পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক