পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন টিয়াখালীতে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় শ্রমিক লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল প্যাদার (৩৫) বাম হাতের কব্জি কাটার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার তেজগাঁও আয়শা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জুয়েল প্যাদা।
নিহত জুয়েল প্যাদার স্বজন মো. আলীম ঢাকার হাসপাতাল থেকে জানান, জুয়েলের ওপর হামলার ঘটনায় হাতের কব্জি কাটা ও কুপিয়ে গুরুতর জখম করা হলে হাসপাতালে ভর্তি হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ১২ ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো আলমগীর হোসেন বলেন, স্বজনদের কাছে শুনেছি জুয়েল প্যাদা মারা গেছেন। আমি জুয়েলের গ্রামের বাড়ি এলাকাই আছি। ১৩ জন আসামির মধ্যে দুজন ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে, গত ৫ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া এলাকার শরীফ বাড়ির সামনে সশস্ত্র হামলা চালানো হয় একই এলাকার ফারুক প্যাদার ছেলে জুয়েলের ওপর। সশস্ত্র হামলার সময় আসামিরা এলোপাতাড়ি কুপিয়ে জুয়েলের বাম হাতের কব্জি কেটে ফেলে ও দুই পা কুপিয়ে রক্তাক্ত জখম করে।