পটুয়াখালী

কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য’র রহস্যজনক মৃত্যু

By admin

October 22, 2020

 

কলাপাড়া : কলাপাড়ার লালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম (৫৮) ওরফে দিলিপ গাজীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের ছোট ৫নং গ্রামের তার বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে তার মৃতুটি স্বাভাবিক নয় বলে এলাকাবাসী জানিয়েছে ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি জমি-জমার কাগজপত্র দেখানোর জন্য আনোয়ারুল ইসলামের বাড়ীতে যায়। এসময় বাড়ীর সামনের দড়জা তালা বদ্ধ দেখে ওই ব্যক্তি বাড়ীর পিছনে গিয়ে ডাকাডাকি করে। এতে কোন সাড়া না মেলায় পেছনের দড়জা খোলা দেখে ভিতরে ঢুকে তাকে কাথা পেঁচানো অবস্থায় দেখতে পায়। এসময়ও তাকে ডেকে কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। পরে পুলিশ বিষয়টি জানার পর বিকেলে লাশটি উদ্ধার করে।

 

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক মো.আসাদুর রহমান জানান, আনোয়ারুল ইসলামের গলায় এবং নাকে দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন উদঘাটন করা যাবে। তবে তার পরিবারের সদস্যরা কেউই বাড়ী ছিল না বলে তিনি উল্লেখ করেন।