পটুয়াখালী

কলাপাড়ায় লোকালয় থেকে ‘কালনাগিনী’ সাপ উদ্ধার

By admin

September 21, 2022

 

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মৃদু বিষধর একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা। এটির দৈর্ঘ্য দেড় ফুট।

 

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে এ প্রাণীটিকে উপজেলা প্রাণী কল্যাণ উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।

 

উদ্ধার কর্মী রাকায়েত হোসেন জানান, ওই গ্রামের আল-মনজির নামে এক ব্যক্তির বসতবাড়ির নেট জালে লাল-কালো ফোটা ফোটা বর্নের সাপটি আটকা পড়ে। আমরা অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা এটাকে বিজ্ঞানসম্মত উপায়ে ধরি। এই সাপ সব সময় দেখা যায় না।

 

 

তিনি আরও বলেন, সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বন্যপ্রাণী অভয়ারণ্য ফাতরার বনে অবমুক্ত করা হবে।