পটুয়াখালী

কলাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

By admin

December 08, 2020

 

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন চাকামইয়া ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম মৃধা (২০) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৭ডিসেম্বর) আনুমানিক রাত ৯ টার দিকে বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কলাপাড়া থানা পুলিশ।

 

মৃত রাকিবুল ইসলাম মৃধা উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের ফজলু মৃধার ছেলে। প্রাথমিক ভাবে রাকিবুলের মৃত্যুর কারন জানা যায়নি। তবে গলায় ফাঁসের কালো চিহ্ন পাওয়া গিয়েছে।

 

এ বিষয়ে কলাপাড়া থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।