পটুয়াখালী

কলাপাড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

By admin

October 25, 2021

 

পটুয়াখালীর কলাপাড়ায় মো. সাহাবুদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

 

সাহাবুদ্দিন নিজের বাড়ির সামনে আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

 

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ব্যবসায় দেনা হওয়ায় হতাশা থেকে সাহাবুদ্দিন আত্মহত্যার পথ বেছে নেয় বলে অনেকে জানিয়েছেন।

 

লাশ উদ্ধার করে ময়নাতদন্ত’র জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউ.ডি. মামলা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন ।