ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২
পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্রে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান উজ্জল হাসান (২৫) নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিদ্যুত কেন্দ্রের ভিতরে এ ঘটনা ঘটে। নিহত উজ্জল হাসান এর বাড়ি জামালপুর জেলার শাহপুর গ্রামের ফুলবাড়িয়া ইউনিয়নে। তার বাবার নাম জাবেদ হাসান।
জানা গেছে, নিয়মিত কাজের অংশ হিসেবে বিদ্যুত সঞ্চালন লাইনে অন্য কর্মীদের সঙ্গে কাজ করছিলেন উজ্জল হাসান। এ সময় হঠাৎ তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, তারা হাসপাতাল থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল সম্পন্ন করেছেন। সঠিক কারণ জেনে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক