পটুয়াখালী

কলাপাড়ায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

By admin

October 24, 2020

 

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিজ বাসায় নুপুর মণ্ডল (১৮) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলায় পৌর শহরের ৬নং ওয়ার্ড নাইয়াপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নুপুর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাইয়াপট্রি এলাকার মহাদেব মণ্ডলের মেয়ে।

 

নিহত কলজেছাত্রীর পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় নুপুর।

 

সকালে নুপুরের কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা বুঝে উঠতে পারছে না তার পরিবারের সদস্যরা।

 

কলাপাড়া থানার এসআই মো. শওকত জাহান জানান, হাসপাতাল থেকে নিহত কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মরদেহ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।