ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে টিয়াখালীর রজপাড়া গ্রামের রাজিব সরদারের ছেলে তাসিন (২) ও নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে সাদিয়াতুন (৪)।
শনিবার (১৬ এপ্রিল) সকালে পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত তাসিনের দাদা শাহাবুদ্দিন সরদার জানান, শনিবার সকালে রজপাড়া গ্রামের নিজ বাড়ির উঠানে খেলছিল দুই বছরের তাসিন। এ সময় সবার অলক্ষ্যে সে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে পুকুর পাড়ে গেলে ভাসমান অবস্থায় তাসিনকে দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন সকাল ১০টার দিকে পাখিমারা গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় চার বছরের শিশু সাদিয়াতুনের মরদেহ।
নিহতের দাদা জামাল হাওলাদার জানান, বাড়ির বেড়া বুননের কাজ করছিল পরিবারের লোকজন। এসময় উঠানে সাদিয়াতুনকে না দেখে অনেক খোঁজাখুজির পর পুকুরে ভাসমান দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক