পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে সাহেবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. ফরিদ মিয়ার মেয়ে।
সবার অগোচরে বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিতে মৃত ঘোষণা করেন।