পটুয়াখালী

কলাপাড়ায় পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

By admin

March 23, 2021

 

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দেবরাজ (২) ও নন্দিনী (৬) নামের আপন দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপের স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যায়। এসময় নন্দিনী ও দেবরাজ পুকুর পারে খেলা করতেছিলো। স্থানীয়দের ধারনা, খেলার ছলে দেবরাজ পুকুরে পরে গেলে নন্দিনী তাকে উঠাতে গিয়ে সেও পুকুরে পরে যায়। পরে পুকুরে দেবরাজের লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন।

 

কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর খবর শুনতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।