পটুয়াখালী

কলাপাড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে টমটম নদীতে, নিহত-১

By admin

December 22, 2020

 

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে স্ব-মিল থেকে কাঠ ফারিয়ে টমটম যোগে বাড়িতে নেয়ার পথে নিয়ন্ত্রণ হাড়িয়ে টমটম চালক দেলোয়ার মোল্লা (৪০) নিহত হয়েছে।

 

নিহত দেলোয়ার দক্ষিণ আরামগঞ্জ গ্রামের হাকিম মোল্লার ছেলে। ঘটনাটি ঘটে মিঠাগঞ্জ ইউনিয়নের হাজিমদ্দি স্লুইস গেট সংলগ্ন।

 

স্থানীয়রা জানান, কাঠ ফারিয়ে স্ব-মিল থেকে বাড়ি নেয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম খাদায় পড়ে যায়, আমরা দ্রুত এসে উদ্ধার করেও তাকে বাঁচাতে পারিনি।

 

এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।