ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১
লকডাউনের চতুর্থ দিনে কলাপাড়ায় চার ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে পৌরশহরের চৌরাস্তা ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে করোনা সংক্রমন প্রতিরোধে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাসুয়ে জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের চৌরাস্তা এলাকার ফার্নিচার ব্যবসায়ী ইউনুচকে ১ হাজার টাকা, পাখিমারা বাজারের কাপড়ের দোকানী দুলাল হাওলাদারকে ২ হাজার টাকা, ব্যবসায়ী ফজলুল হককে ২ হাজার টাকা ও ব্যবসায়ী মঞ্জু গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ায় ইলিয়াসকে ৫০ টাকার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক