পটুয়াখালী

কলাপাড়ায় নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

By admin

November 19, 2020

 

কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘর থেকে শিরিন (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

তবে নিহতের ভাইয়ের অভিযোগ, শিরিনকে হত্যা করা হয়েছে।

 

নিহত শিরিনের ভাই নান্নু হাওলাদার জানান, দুই বছর আগে আমতলীর বান্দ্রা এলাকার ট্রলিচালক মিঠু সিকদারের সঙ্গে শিরিনের বিয়ের হয়। বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি থাকলেও পারিবারিক কলহের কারণে দুই মাস আগে কলাপাড়ায় ভাড়া বাসায় ওঠেন।

 

শিরিন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের অভিযোগ, বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।

 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছেন।

 

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।