ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ জনপদের সুবিধা বঞ্চিতরা পেয়েছে চক্ষু চিকিৎসা সেবা।
বৃহস্পতিবার সকালে উপজেলার মহিপুর কো-অপারেটি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করা হয়। ইসলামি চক্ষু হাসপাতাল দিনব্যাপী বিনামূল্যে এচক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
এসময় মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন, ইসলামি চক্ষু হাসপাতাল বরিশাল শাখার পরিচালক (অর্থ ও সংযোগ বিভাগ) মো. আমিনুল ইসলাম, চক্ষু চিকিৎসক মো. রবিউল হাসান, মহিপুর থানা যুবলীগ আহব্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেস ক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইসলামী হাসপাতাল ভিশন সেন্টার কলাপাড়া ইনচার্জ মো.মনির হোসেন জানান, এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে দুইশতাধিক রোগীর সাধারন চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আরো ২০ জন হতদরিদ্র রোগীকে অল্প খরচে চোখের লেন্স বসানো হবে। তবে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্যোগে এ কর্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক