পটুয়াখালী

কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বসতঘর পুড়ে ছাই

By admin

May 21, 2021

 

কলাপাড়া উপজেলা মহিপুর থানার ইউসুফপুর গ্রামের শ্রমজীবী মোঃ মনির হোসেনের বাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হয়েছে।

 

এসময় মনির হোসেনের সন্তান সম্ভবা স্ত্রী বকফুল বেগম (৬৫) আহত হয়েছে।

 

জানা গেছে, ২০ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মহিপুরের ইউসুবপুর গ্রামের মনির হোসেনের সন্তান সম্ভবা বৃদ্ধা স্ত্রী মোসাঃ বকফুল বেগম গ্যাস সিলিন্ডারে রান্না করতে থাকে। এমন সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহুর্তের মধ্যে আগুন সমস্হ ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।

 

এসময মনিরের স্ত্রী বকফুল বেগম আহত হয়। দুর্ঘটনার ২০ ঘন্টা অতিবাহিত হলেও তাদের সাহায্যে কেউ হাত বাড়ায়নি। তিনি এখন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছে।

 

মহিপুর থানার চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বরিশালে একটি জরুরী কাজে এসেছি। এলাকায় গিয়ে মনির হোসেন সাহায্যের ব্যাপারে ব্যবস্হা গ্রহন করা হবে।