পটুয়াখালী

কলাপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে কলেজ ছাত্রের মৃত্যু

By admin

September 19, 2020

 

কলাপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নিবীর চন্দ্র শীল (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

এ ঘটনাটি ঘটেছে উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। শনিবার দুপুরের দিকে সবার অগোচরে সে বাড়িতে থাকা চালোর পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। কিছুক্ষন পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

 

তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত ওই কলেজ শিক্ষার্থী পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের নির্মল চন্দ্র শীলের ছেলে। এ বছর তার মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করেন। উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের তার মামা পিন্টুর বাড়িতে থেকে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে পড়াশোনা করত।