পটুয়াখালী

কলাপাড়ায় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

By admin

March 03, 2022

 

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখলমুক্ত, খনন করে প্রশস্ত, বাঁধ অপসারণ ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর শহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরি পট্টিতে নাগরিক উদ্যোগ উপজেলা শাখা এর আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে ভুক্তোভুগিসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ন্যাপ নেতা খান মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মো.মঞ্জুরুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান সুজন মোল্লা, পৌর কাউন্সিলর মো.খায়রুল হাসানাত খালিদ, হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক উত্তম চন্দ্র দাস প্রমুখ।