ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতুর চেকপোষ্ট থেকে পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল রানাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
বুধবার মধ্যরাতে মহিপুর থানা পুলিশ তাকে আটক করে। মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, ১৩ পিস ইয়াবাসহ আটক জুয়েল রানাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
ছাত্রলীগ নেতা জুয়েল রানা প্রায় দেড় মাস আগে চাঁদা বাজির অভিযোগে দায়েরকৃত মামলায় সহযোগীসহ গ্রেফতার হয়েছিল। সে কলাপাড়া পৌর শহরের বাসস্টান্ড এলাকার শেখ কামাল সেতুর নিচে সরকারী জায়গায় নিজস্ব একটি অফিস খুলে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে এমন অভিযোগ ও রয়েছে।
এব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ওমর ফারুক মো: ইকবাল হোসেন ভুইয়া জানান, জুয়েলের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক