পটুয়াখালী

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

By admin

November 05, 2020

 

কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ’দু:শ্চরিত্র’ বলা ইউপি চেয়ারম্যান আবদুল সালাম সিকদারকে এক বছর দুই মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার’র আদালত এ রায় ঘোষনা করেন।

 

এর আগে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য মোসা: শাহানারা বেগম ৮ এপ্রিল ২০১৯ চেয়ারম্যান আবদুল সালাম সিকদার’র বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা মানহানির অভিযোগ সহ ন্যায় বিচার চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মামলার বর্নিত অভিযোগ প্রমানিত হওয়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম সিকদার’র বিরুদ্ধে সমন জারী করেন আদালত। পরবর্তীতে আদালতের অনুকম্পায় চেয়ারম্যান জামিন পেলেও তার বিরুদ্ধে দ:বি: ৫০০ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। মামলায় তিন জন সাংবাদিক নেতা সহ মোট ৫জন বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেন।

এদিকে রায় প্রচারের পর বাদী পক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামী পক্ষের নিযুক্তীয় কৌশুলী।

 

প্রসংগত, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার পারিবারিক জমিজায়গা নিয়ে বিরোধের জেরে তার পরিষদের নারী ইউপি সদস্য ও চাচাতো বোন মোসা: শাহানারা বেগম’র বিরুদ্ধে কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে ’দু:শ্চরিত্র’ নারী বলে লিখিত সংবাদ সম্মেলন করেন।