জাতীয়

করোনা: ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ মৃত্যু, শনাক্ত ৫৭৮

By admin

January 16, 2021

 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে।দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৮৮৩ জন।

 

এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত আরও ৫৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৯৩ জন।

 

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন আরও ৬৩৩ জন রোগী। এ নিয়ে সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জনে।