জাতীয়

করোনা ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত

By admin

January 05, 2021

 

অক্সফোর্ডের তৈরিকৃত করোনা ভ্যাকসিন প্রয়োগে ১৩৭ পৃষ্ঠার নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (৫ জানুয়ারি) ১১ টার দিকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়।

 

এর আগে, সোমবার (৪ জানুয়ারি) অক্সফোর্ডের তৈরিকৃত করোনা ভ্যাকসিন বাংলাদেশে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জরুরি ভিত্তিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার এ্ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

 

কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ব্যবহারের সাময়িক অনুমোদন (ইইউএ) দিয়েছেন।

 

বেক্সিকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন তিনি বলেছেন, চুক্তি অনুযায়ী এখন সেরাম ইনস্টিটিউটকে ধাপে ধাপে তিন কোটি ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করতে হবে।