ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১
বরিশালঃ বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন।
এসময় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনসহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
তিনি জানান, বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৮৪ জন, তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯২ জন। আর মারা গেছেন ৫৫৩ জন।
আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৮৩ জন নিয়ে মোট ১৫ হাজার ৮৬৬ জন, পটুয়াখালীতে নতুন ৮৯ জন নিয়ে মোট ৫ হাজার ৩০০ জন, ভোলায় নতুন ১৩৭ জনসহ মোট ৫ হাজার ৮৪ জন, পিরোজপুরে নতুন ৩১ জনসহ মোট ৪ হাজার ৭৭৫ জন, বরগুনায় নতুন ৩২ জনসহ মোট ৩ হাজার ৩৪২ জন ও ঝালকাঠিতে নতুন ২৬ জন নিয়ে মোট ৪ হাজার ৩১৭ জন রয়েছেন।
আরো জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ এবং করোনায় আক্রান্ত হয়ে বরিশালে একজন, পটুয়াখালীতে দুইজন,ভোলায় একজন ও বরগুনায় দুইজনের মৃত্যু হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক