মেহেরপুর প্রতিনিধি: আপনারা জানেন এই টিকার ব্যবস্থা বিশ্বের অনেক দেশেই করেনি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রচুর সংখ্যক টিকা আনতে পেরেছি। এছাড়াও বিনামূল্যে টিকা, করোনা পরীক্ষা করা এবং করোনার চিকিৎসা দেওয়ায় আমাদের সরকার পুরোপুরি সক্ষম। করোনা প্রতিরোধে বাংলাদেশ এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
আমাদের সরকারের যেই উদ্যোগ গণটিকা দান কর্মসূচি সেটি সরকার ব্যাপকভাবে করেছে এবং এতে সফল হয়েছে। আমরা দেখলাম অমিক্রণ ভাইরাস কিন্তু আমাদের দেশে তেমন বেশি ছড়াইনি। এর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমারা দেখতে পারছি সংক্রমনের হারটা কিন্তু ৫ শতাংশের নিচে। আমরা আশা করছি এ সপ্তাহের মধ্যেই এটি আরও কমে যাবে। আমাদের টিকাটা নিতে হবে যাতে আমরা এটাকে মোকাবেলা করতে পারি । শনিবার দুপুরে মেহেরপুর জেলা স্টেডিয়ামে গণটিকা কেন্দ্র পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য সকল মানুষকে টিকা দেওয়া। ইতিমধ্যে কিন্তু আমাদের ব্যাপকভাবে টিকা দেওয়া হচ্ছে। আজ সারা বাংলাদেশে ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। ১ দিনে সেটা আমরা সফল করতে চাই। আমাদের মেহেরপুর সে ক্ষেত্রে সব থেকে সফল হবে কারণ মানুষ সচেতন আছে, মানুষদের সাড়া আছে। মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ আছে। সেক্ষেত্রে আমাদের এটির ব্যাপক অগ্রগতি রয়েছে।
এই টিকাদান কর্মসূচিতে আমাদের প্রশাসন আমাদের স্বাস্থ্য প্রশাসন, সিভিল প্রশাসন সকলের প্রচেষ্টায় আমরা এটা সম্ভব করতে পেরেছি। প্রথম ডোজ যারা বাকি আছে তাদের দিয়ে দিতে। আর যারা দ্বিতীয় ডোজ নিতে এসেছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে, যারা বুস্টার ডোজ নিতে এসেছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের টার্গেট টা হচ্ছে যারা এখনো প্রথম ডোজ দেন নি তাদের টিকা দেওয়া। তাছাড়াও আমাদের টিকা অ্যাভেলেবল আছে। যারা দ্বিতীয় ডোজ নিতে এসেছেন তাই পাবেন। যারা বুস্টার ডোজ নিতে এসেছেন তাই পাবেন।
মাস্ক পরিধানের বিষয়ে তিনি বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে মাস্ক আমাদের একটি ভালো প্রতিরোধক হিসেবে কাজ করে। সে ক্ষেত্রে আমাদের মাস্ক টা পরতে হবে। মাস্ক কিন্তু করোনা ছাড়াও অন্যান্য ভাইরাস থেকেও আমাদের রক্ষা করে। তাই আশা করা যায় ভবিষ্যতে আর লকডাউন বা ঐরকম কিছু দেওয়ার প্রয়োজন হবে না।
শনিবার সকাল থেকেই মেহেরপুরের পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নের ৬৮টি কেন্দ্রে এ গণটিকার কার্যক্রম শুরু হয়। এই টিকা কার্যক্রম চলবে বিকেল পর্যন্ত। জেলা জুড়ে আজকে ২৫ হাজার প্রথম ডোজের টিকা প্রদান করা হবে।
মেহেরপুরের কয়েকটি টিকা কেন্দ্র ঘুরে দেখা গেছে, আগের মত ভিড় দেখা না গেলেও কয়েকটি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছেন সকল শ্রেণী পেশার মানুষরা।
এসময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।