আন্তর্জাতিক

করোনা টিকা রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

By admin

January 04, 2021

 

আন্তর্জাতিক ডেস্ক : পরবর্তী কয়েকমাসের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ভারত।

 

যুক্তরাষ্ট্রের সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) সোমবার (৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

 

টেলিফোনে এপিকে দেওয়া এক সাক্ষাতকারে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী (সিইও) আদর পুনাওয়ালা জানান, রোববার ভারতের নিয়ন্ত্রণ সংস্থা তাদের টিকার জরুরি অনুমোদন দিয়েছে। তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে ভারতের ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেরাম ইনস্টিটিউটের টিকা রপ্তানি করা যাবে না।

 

টিকা সংরক্ষণ না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়ে পুনাওয়ালা বলেন, ‘আমরা এই মুহূর্তে শুধু ভারত সরকারকেই টিকা সরবরাহ করতে পারবো।’

 

ধনী দেশগুলো এ বছরেই করোনার টিকা উৎপাদন ও সংরক্ষণ করতে যাচ্ছে। এক্ষেত্রে টিকা উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট উন্নয়নশীল দেশগুলোর জন্যেও এ টিকা তৈরি করবে। টিকা রপ্তানিতে ভারতের এ নিষেধাজ্ঞার ফলে দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষের কাছে টিকা পৌঁছাতে সম্ভবত কয়েক মাস অপেক্ষা করতে হবে।