খেলাধুলা

করোনা আক্রান্ত ম্যানসিটির দুই ফুটবলার

By md parvaj

September 07, 2020

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির উইঙ্গার রিয়াদ মাহরেজ এবং ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। এ খবর নিশ্চিত করেছে বিবিসি।

 

করোনা টেস্টে পজিটিভ আসার পর থেকেই আইসোলেশনে রয়েছেন রিয়াদ মাহরেজ এবং আয়মেরিক লাপোর্তে।

 

করোনা আক্রান্ত হওয়ায় যুক্তরাজ্য সরকার এবং ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারছেন না ২৯ বছর বয়সী আলজেরিয়ান মাহরেজ এবং ২৪ বছর বয়সী ফরাসি তারকা লাপোর্তে।

 

ম্যানচেস্টার সিটি জানিয়েছে, এই দুইজন ছাড়া দলের আর কারও করোনাভাইরাসের উপসর্গ নেই। ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগের সূচিতে পেপ গার্দিওলার দল প্রথম ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর উলভারহ্যাম্পটনের বিপক্ষে।