ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২
করোনার থাবা থেকে বাদ যাচ্ছেন না কেউই। টলিউডের প্রায় সব তারকাই করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজেই জানালেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তিন দিন আগে পরীক্ষা করেও তিনি নেগেটিভ ছিলেন। কিন্তু তবুও করোনা এড়াতে পারলেন না।
অভিনেত্রী এও জানিয়েছেন, করোনা পরীক্ষা নেগেটিভ আসার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু গত পরশু দিন থেকে খুব জ্বর আসে তার। আর এরপরেই করোনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট আসে।
তনুশ্রী লিখছেন, ‘সব সাবধানতা বজায় রেখেও আমি করোনা আক্রান্ত হয়েছি এবং নিজেকে আইসোলেট করে নিয়েছি। তিন দিন আগেই আমার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তারপর থেকে আমি বাইরে বের হইনি। কিন্তু গত পরশু দিন থেকে আমার জ্বর আসে। সৌভাগ্যবশত আমি এখন ভালো আছি।’
চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি। জ্বর কমলেও দুর্বলতা আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের আরও কয়েকজন তারকা। তবেই প্রত্যেকেই প্রায় বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছেন।
অভিনেতা দেব উপসর্গহীন পজিটিভ হয়েছিলেন। তিন দিনের মধ্যেই তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। এছাড়া টলি তারকাদের মধ্যে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, সৃজিত মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, ঋদ্ধি সেনসহ আরও অনেকে করোনা আক্রান্ত হন।
সূত্র : নিউজ১৮
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক