ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দীর নামকরা পরিবহন প্রতিষ্ঠান হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়ে হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন। অবস্থা খারাপ থাকায় তাকে আমাদের আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল। জয়নাল আবেদিনের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন।
উল্লেখ্য, জয়নাল আবেদিনের হাত দিয়েই গড়ে উঠেছিল হানিফ পরিবহন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে হানিফের নামে হানিফ পরিবহনের নামকরণ করা হয়। পরে হানিফ এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ী গ্রুপ গড়ে তোলেন জয়নাল আবেদিন ও তার ছেলেরা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক