ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর্জা মনিরুজ্জামান বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল বকু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) কাশি ও ডায়াবেটিক রোগে অসুস্থ হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাসহ অন্যান্য পরীক্ষা দিলে তার শরীরে করোনা পজিটিভ আসে। সেখানে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে ওইদিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ দিকে তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এ রাজনীতিবীদের মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক