করোনায় দেশে এখন পর্যন্ত ১০৩ চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১০৩ জন চিকিৎসক। সবচাইতে বেশি চিকিৎসক মারা গেছেন চলতি বছরের জুন মাসে। এই মাসে মারা গেছেন ৪৫ জন চিকিৎসক।

 

শনিবার (৩১ অক্টোবর) চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়।

 

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশে করোনা মহামারিতে করোনাভাইরাস সংক্রমিত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ১০৩ জন চিকিৎসক মারা গেছেন। ১৫ এপ্রিল সর্বপ্রথম দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। সর্বশেষ ৩০ অক্টোবর কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ জলিল।

 

বিজ্ঞপ্তিতে মৃত্যুবরণকারী সকল চিকিৎসকের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা চিকিৎসকদের বীরত্বগাথা ও সাহসী আত্মোৎসর্গ সকল চিকিৎসকদের আগামীর দুর্গম যাত্রায় আলোর পথ দেখিয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, এই কোভিড-১৯ পরিস্থিতি যখন দেশে শুরু হয় তখন আমাদের অনেক ধরনের অব্যবস্থাপনা ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একদিকে নিরাপত্তা সুরক্ষাসামগ্রী সঠিক সময়ে দেয়া হয়নি আবার বিভিন্ন হাসপাতালে অব্যবস্থাপনার পাশাপাশি ছিল নিম্নমানের সুরক্ষা সামগ্রী। একইসঙ্গে যদি বলা হয় তবে কোভিড-১৯ এর মতো পরিস্থিতিতে চিকিৎসকদের খাপ খাইয়ে নেয়ার জন্য জন্য যে প্রশিক্ষণ তাতেও ঘাটতি ছিল। সব মিলিয়ে আসলে পরিস্থিতি শুরুর দিকে অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ