জাতীয়

করোনায় দেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৬৯৭

By admin

January 18, 2021

 

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে সরকারি হিসাবে দেশে করোনায় ৭ হাজার ৯২২ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩৬ জন।

 

সোমবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

 

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জনে। এ পর্যন্ত ৩৪ লাখ ৭০হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

আর ৭৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।