জাতীয়

করোনায় আরো ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৩৬৪

By admin

November 19, 2020

 

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এদিনে নতুন করে আরও ২ হাজার ৩৬৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩০৫ জনে।

 

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩৪ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫৬হাজার ৭২২ জন সুস্থ হয়ে উঠেছেন।

 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে আরো জানানো হয়, ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮২৩টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৬ লাখ ৬হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।