সারাবাংলা

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

By admin

December 25, 2020

 

করোনায় আক্রান্ত হয়ে জহিরুল ইসলাম নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার(২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪৪ বছর।

 

চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। কনস্টেবল জহিরুলের বাড়ি লক্ষীপুর জেলায়। তিনি ১ ছেলে, ১ মেয়ে সন্তানের জনক ছিলেন।

 

গত ৬ ডিসেম্বর কনস্টেবল জহিরুল করোনায় আক্রান্ত হন। গতকাল বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে জহিরুলকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

 

এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) মোট ৬ জন করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেলেন।