করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৬৮

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৫৬৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৯ হাজার ২৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৭৯৫ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ২৫ হাজার ৯৪০ জন করোনা থেকে সুস্থ হলো।

 

রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৩টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৬২০টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫৪৯টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি।

 

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৪২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ