আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মিডোস

By admin

November 07, 2020

 

করোনাভাইরাসে আক্রান্ত হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস।

 

আজ শনিবার সকালে এ খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ।

 

নির্বাচনের পরে হোয়াইট হাউজে নিজের ঘনিষ্ঠদের মিডোস জানিয়েছেন, তার করোনা হয়েছে। কিন্তু এটা স্পষ্টভাবে জানা যায়নি কখন মিডোস প্রথম করোনা পজিটিভ হয়েছিলেন কিংবা তার কোনো উপসর্গ আছে কী না।

 

এ বিষয়ে হোয়াইট হাউজ কিংবা মিডোস কোনো মন্তব্য করেননি।