রাজনীতি

করোনায় আক্রান্ত হানিফ

By admin

November 11, 2020

 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি নিজেই করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হানিফ জানান, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকাল সাড়ে পাঁচটায় দেয়া ফলাফলে জানানো হয় তিনি কোভিড-১৯ পজিটিভ।

 

মাহবুবউল আলম হানিফ বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। করোনার মৃদু উপসর্গ থাকলেও তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। মাহবুব-উল আলম হানিফ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।