রাজনীতি

করোনায় আক্রান্ত হাজী সেলিম

By admin

March 23, 2021

 

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন।

 

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তার একান্ত সহকারী মহীউদ্দিন মাহমুদ বেলাল।

 

তিনি বলেন, করোনা উপসর্গ দেখা দিলে গত রোববার (২১ মার্চ) হাজী সেলিম করোনা পরীক্ষা করেন। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর মঙ্গলবার আবারও করোনা পরীক্ষা করানোর হলে দ্বিতীয় দফায়ও তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

হাজী সেলিমের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে বলে জানান মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাজী সেলিম।