খেলাধুলা

করোনায় আক্রান্ত রোনালদিনহো

By admin

October 26, 2020

 

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বেড়েই চলেছে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। যদিও এই ব্রাজিলিয়ানের শরীরে কোনো প্রকার উপসর্গ দেখা যায়নি। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন তিনি।

 

৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি এক ভিডিও বার্তায় নিজেই নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘আমার বন্ধু, পরিবার এবং ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, আমি করোনা টেস্ট করিয়েছিলাম এবং তার ফলাফল পজিটিভ এসেছে। আমি এখন ভালো আছি, শারীরিক উন্নতিও ঘটছে তবে এখনো পুরোপুরি সুস্থ হইনি।’