বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জামাল ভূঁইয়া। বর্তমানে কাতারে আইসোলেশনে আছেন এই মিডফিল্ডার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানুয়ারিতে শুরু হচ্ছে ভারতের আই-লিগ। সেখানে কলকাতা মোহামেডানে খেলবেন জামাল। গত ১০ ডিসেম্বর তার নতুন দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় এই মিডফিল্ডারের কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
কাতার থেকে অন্য খেলোয়াড় ও স্টাফরা ফিরলেও ব্যক্তিগত কারণে কিছুদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল ভূঁইয়া। কিন্তু এরই মধ্যে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ হয়েছেন তিনি।
এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ চলাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে। দ্বিতীয় ম্যাচে ডাগআউটের বাইরে থাকা ইংলিশ কোচের কাতারে যাওয়াও হয়ে পড়েছিল অনিশ্চিত। তবে ম্যাচের ঠিক আগমুহূর্তে সুস্থ হয়ে ওঠায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাওয়া যায় তাকে।