ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।
জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি ও তার মেয়ে সুস্থ হয়ে উঠেছেন।
গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। সে রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। পরে আজ মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিপাশা আইচ আরো জানান, জুয়েল আইচের ফুসফুস সংক্রমিত হয়েছে। তার জ্বর ও কাশি রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও তাকে অক্সিজেন দেয়া হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক