করোনায় আক্রান্ত অ্যামাজনের প্রায় ২০ হাজার কর্মী

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

করোনায় আক্রান্ত অ্যামাজনের প্রায় ২০ হাজার কর্মী
নিউজটি শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে অ্যামাজনের ১৯ হাজার ৮১৬ জন কর্মীর করোনা শনাক্ত করা হয়েছে। ই-কমার্স জায়ান্ট এই প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রে হোল ফুডস মার্কেট গ্রোসারি কর্মীসহ এক দশমিক ৩৭ মিলিয়ন সম্মুখ সারির কর্মী রয়েছে।

 

বৃহস্পতিবার অ্যামাজন জানিয়েছে, অ্যামাজনে নিযুক্ত মোট সম্মুখসারীর কর্মীদের প্রায় এক দশমিক ৪৪ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছে। তবে তুলনামূলকভাবে সংক্রমণের হার অনেক কম বলে জানায় তারা। আক্রান্তের এই পরিসংখ্যানে মৌসুমী কর্মী ও যারা বাইরের কাজ করে সংক্রামিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

মহামারি করোনার মধ্যে বাড়িতে আটকে থাকা মানুষদের অনলাইনে সেবা দিতে প্রতিষ্ঠানটি খোলা রাখা হয়। এই পদক্ষেপ ই-কমার্স প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছে। এর প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পত্তিতে আরো বেড়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি।

 

এদিকে, অ্যামাজনের সরবরাহ কেন্দ্রগুলোর কিছু কর্মী মহামারি থেকে তাদের নিরাপত্তা দিতে প্রতিষ্ঠানের অবহেলার বিরুদ্ধে অভিযোগ করেছে। এর জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ