পিরোজপুর

করোনায় অর্থাভাবে পিরোজপুরে যুবসমাজ নেতার আত্মহত্যা

By admin

September 07, 2020

 

পিরোজপুর : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ব্যবসা বন্ধ থাকায় অর্থাভাবে যুবসমাজের এক নেতা আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাজার এলাকায়।

 

আত্মঘাতী ওই যুবকের নাম ইমরান হোসেন (৩০)। তিনি জাতীয় পার্টির (জেপি) উপজেলা যুবসমাজের সদস্য ছিলেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, ইমরান ঢাকায় বিওআইপি ব্যবসা করতেন। করোনার কারণে ব্যবসা বন্ধ থাকায় তিনি বাড়িতে চলে আসেন। এক পর্যায়ে অর্থাভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। গত বুধবার রাত ১০টায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইমরান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন।

 

রোববার রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ইমরানের বাবা মুক্তিযোদ্ধা মোকারম হোসেন কবির  বলেন, আমার ছেলে ঢাকায় ব্যবসা করতো। করোনায় ব্যবসা বন্ধ থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিল। ইমরান স্ত্রী ও ২ মেয়ে সন্তান রেখে গেছে।

 

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, উপজেলার উমেদপুর এলাকায় এক যুবকের আত্মহত্যা খবর শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।