করোনার টিকা নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। মঙ্গলবার করোনার টিকা নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন।
করোনার টিকা নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পেলে লিখেন, আজকের দিনটা ভুলতে পারব না। আমি করোনার টিকা নিলাম। এই মহামারি এখনো শেষ হয়নি। যতক্ষণ না সবাই টিকা নিচ্ছেন, ততক্ষণ আমাদের সবার উচিত শৃঙ্খলার মধ্যে থাকা।
ভক্তদের উদ্দেশে তিনি আরও বলেন, দয়া করে সবাই হাত ধোয়া জারি রাখুন ও যতটা সম্ভব বাড়িতে থাকবেন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। আমরা যদি অপরের কথা চিন্তা করে পরস্পরকে সহায়তা করি, তাহলেই এই পরীক্ষায় পাস করব।
উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৯২৬ জন। এ পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৫৭ হাজার ৩৬১ জন।